বাগেরহাট প্রতিনিধি
তারেক রহমানের আগমনী বার্তায় দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান হলো। চারদিকে ঘন অন্ধকার ভেদ করে শোষিত-বঞ্চিত আশাহত মানুষের স্বপ্নের সারথি হয়ে আসবে তুমি, আসবে তোমার প্রাণের দেশে জন্মভূমি বাংলাদেশে। তোমার আগমন ঘিরে সেদিন অনেক কিছুই বদলে যাবে, বদলে যাবে ধরন বদলে যাবে বরং, বদলে যাবে যুক্তি আর ভক্তির নানা কারণ। চিন্তা-চেতনা পাল্টে যাবে আসবে নতুন প্রেক্ষাপট। সব খবরের কাগজে বড় বড় অক্ষরে ছাপা হবে তোমার নাম সম্পাদকীয় লেখা হবে পুরোপাতা জুড়ে। টেলিভিশন অনলাইনের প্রধান শিরোনাম হবে তুমি। ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ সব যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াবে তোমার ছবি, ঘন্টার পর ঘন্টা লাইভ টেলিকাস্ট। ব্যস্ত এই শহরে প্রাণের উৎসব হবে, লোকে-লোকারণ্য হবে তোমার যাত্রাপথ। হাজার হাজার কবিতা লেখা হবে তোমার নামে গল্প উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হবে তুমি। তোমাকে উপজীব্য করে নতুন প্রবন্ধ-নিবন্ধ রচিত হবে। সংগ্রামী জীবন নিয়ে নির্মিত হবে ধ্রæপদী চলচ্চিত্র। সেমিনারে তোমার রণকৌশল নিয়ে বিস্তর আলোচনায়। বিস্তর যুক্তি নিয়ে হাজির হবেন হাজার হাজার মাইল দূরে থেকে কিভাবে প্রেরণার উৎস হয়েছে তুমি কিভাবে শক্তি যুগিড়েছে স্বপ্ন দেখিয়েছো। শেকল ভাঙার মন্ত্র শিখিয়ে মৃত্যুর মুখে দাড়িছে কিভাবে গেয়েছো জীবনের জয়গান। বিশেষণের বিশেষণ যোগ হবে তোমার নামের সঙ্গে। কেউ কেউ অতি ভালোবাসা দেখাবে স্তুতি গাইবে গান, গাইতে গিয়ে সীমা হারাবে নামের আগে পরে জুড়ে দেবে ইরানের আয়াতুল্লাহ খোমেনী কিংবা অন্য কোন বিল্পবী নেতার নাম। আকাশে বাতাসে ভেসে বেড়াবে তোমার খবর। বড়বড় পোস্টারে ছেয়ে যাবে পুরো শহর, পাহাড়ি গ্রাম গঞ্জের হাট বাজার থেকে শুরু করে মাঠে-ঘাটে পথে-প্রান্তরে। বাজবে তোমার গান জাদুর এই শহর মিছিলের নগরে হবে সেদিন আনন্দ-উৎসব হবে অলিতে-গলিতে প্রধান সড়কে রাজপথে। লাল সবুজের সারা বাংলাদেশের পাহাড় ডিঙিয়ে ছুটবে মানুষ নদী পেরিয়ে ছুটবে সেদিন এক মোহনায় মিশে ঝড়ঝঞ্জা শত বাধা পেরিয়ে আসবে মানুষ পানি আসবে নতুন করে বাঁচার আশায় প্রাণ খুলে হাসবেন। বল সেদিনের সেই গণজোয়ার রুখে দেয়ার সাধ্য কার তুমি যে বাঁধনহারা প্রাণ তুমি সাম্য সুন্দর মুক্তির গান তুমি জনতার তারেক রহমান।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
বাংলাদেশের ইতিহাসে ২৫ ডিসেম্বর হবে এক নতুন অধ্যায়ের সূচনা..
কোন মন্তব্য পাওয়া যায়নি



















