close
  
  
         
লাইক দিন পয়েন্ট জিতুন!
					দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। তাদের বৈধতা অর্জনের জন্য আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যারা বৈধ হবেন না, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারি তথ্যমতে, বর্তমানে এক লাখ ২০ হাজার বিদেশির তথ্য রেকর্ডে থাকলেও প্রকৃত সংখ্যা চার থেকে পাঁচ লাখের কাছাকাছি হতে পারে। এর মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। বিদেশিদের অনেকেই নানা অপরাধে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। মাদক ব্যবসা, সোনা চোরাচালান, জালিয়াতি, এবং কর ফাঁকি দিয়ে অর্থ পাচারের মতো অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "বাংলাদেশে কোনো বিদেশিকে অবৈধভাবে থাকতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।"
আইন-শৃঙ্খলা বাহিনীর মতে, অবৈধ বিদেশিদের মধ্যে ভারতের ২৪ হাজার, চীনের আট হাজার এবং পাকিস্তানের দুই হাজার নাগরিক ছাড়াও ইউরোপ, আমেরিকা, নাইজেরিয়া, কঙ্গো, তানজানিয়া, মালি, এবং ঘানার নাগরিকেরা রয়েছেন। অধিকাংশই ভ্রমণ বা ব্যবসায়িক ভিসায় দেশে প্রবেশ করলেও পরবর্তীতে বৈধতার সময়সীমা অতিক্রম করে অবস্থান করছেন।
বিশেষ করে পোশাক শিল্প, বিদ্যুৎ প্রকল্প, এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেক বিদেশি অবৈধভাবে কাজ করছেন। তাদের বেশিরভাগই ভিসার শর্ত লঙ্ঘন করে চাকরি বা ব্যবসায় যুক্ত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ বিদেশি নাগরিকদের অধিকাংশের পাসপোর্ট বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এদের শনাক্ত করতে দেশের প্রতিটি অঞ্চলে তথ্য হালনাগাদের কাজ চলছে। সরকারের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর অবৈধভাবে অবস্থানকারীদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি এবং আইন-শৃঙ্খলার উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			