বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলছে। এর পরেই তারা পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিসিয়ালি সেই সিরিজের সূচি ঘোষণা করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সবগুলোই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান দল ঢাকায় আসবে আগামী ১৬ জুলাই, এরপর ২০ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। পরবর্তী দুই ম্যাচ ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচের শুরু সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৬টায়, যাতে দর্শকরা সহজে উপস্থিত থেকে খেলাগুলো উপভোগ করতে পারেন।
গত মে-জুন মাসে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল পাকিস্তানে। যদিও আসলে পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল, ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার কারণে সেটা কমিয়ে তিন ম্যাচে নামিয়ে আনা হয়। সেই সিরিজে পাকিস্তান দল লিটন দাসের বাংলাদেশ দলের বিরুদ্ধে সব ম্যাচেই জয় পেয়েছিল।
এবার ঢাকা ইভেন্টটি ভবিষ্যৎ সফর সূচির (FTP) অংশ নয়। তবে বিসিবির অনুরোধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাড়া দিয়ে বাংলাদেশ দলকে পাকিস্তান সফর থেকে ফেরত পাঠাচ্ছে। ফলে এ সিরিজটি হচ্ছে দুই বোর্ডের মধ্যে অপ্রত্যাশিত সমঝোতার নিদর্শন।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই সিরিজ বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য নতুন আনন্দের বার্তা। গ্রীষ্মকালীন সন্ধ্যায় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচগুলো দর্শক এবং ক্রিকেটপ্রেমীদের জন্য হবে উত্তেজনাপূর্ণ এক আয়োজন।
এই সিরিজ বাংলাদেশের জন্যও খুব গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তান ও বাংলাদেশ দলের মুখোমুখি লড়াইয়েই দুই দেশের ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ পায়। পাশাপাশি এই সিরিজটি বাংলাদেশের নতুন ক্রিকেটারদের জন্য অভিজ্ঞতা সংগ্রহের সুযোগ হিসেবে কাজ করবে।
অবশ্যই, ২০২৫ সালের এই সিরিজের ফলাফল ভবিষ্যতে দুই দেশের ক্রিকেট সম্পর্ক ও পরবর্তী প্রতিযোগিতার পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা মাঠে খেলতে বাংলাদেশ দল অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামবে, যা পাকিস্তানের জন্য চ্যালেঞ্জের কারণ হতে পারে।
এভাবে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের আসা এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন ক্রিকেটপ্রেমীদের কাছে স্বাগত যোগ্য ঘটনা। আশা করা যায়, এই সিরিজের মাধ্যমে দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও মজবুত হবে এবং দর্শকরা সেরা ক্রিকেট উপভোগ করতে পারবেন।