গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশে অস্থিরতা দেখা দিলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলেও স্থিতিশীলতা বজায় থাকবে না। শনিবার রাতে নীলফামারীর জলঢাকা উপজেলায় আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
২৪-এর গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আয়োজন
জলঢাকা উপজেলা ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল, ‘২৪-এর গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ।’
ভিপি নুর বলেন, “বাংলাদেশের অস্থিরতা ভারতের সেভেন সিস্টার্স এলাকাকে সরাসরি প্রভাবিত করবে। দিল্লির দাসত্ব থেকে মুক্তি পেলেও, আওয়ামী লীগ এবং দিল্লির ষড়যন্ত্র এখনো থেমে নেই।” তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ এবং দিল্লি এক অভিন্ন ষড়যন্ত্রের অংশ।
অনুষ্ঠানের নেতৃত্ব ও প্রধান আলোচকরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দলীয় মুখপাত্র মো. ফারুক হাসান। আরও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর মতিন স্বাধীন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ, রংপুর বিভাগীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির এবং নীলফামারী ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ.কে উদার প্রমুখ।
আন্তর্জাতিক সংযোগের সতর্ক বার্তা
নুরুল হক নুর এই সমাবেশে আরও বলেন, বাংলাদেশে অস্থিরতার মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে। তিনি নতুন বাংলাদেশ গঠনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এমন বক্তব্যের মাধ্যমে নুর আবারও দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।
Không có bình luận nào được tìm thấy