close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
****

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগঠকদের নিয়ে তিনদিনব্যাপী কেন্দ্রীয় "তরবিয়তী মজলিসে" গতকাল (১৩ জুন'২৫) কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকিরের পরিচালনায় কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফের দিক নির্দেশনার মাধ্যমে শুরু হয়।

 

 তরবিয়তী মজলিসে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, দারসুল হাদীস পেশ করেন যুব মজলিসের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, খেলাফত বনাম গণতন্ত্র: প্রেক্ষিত বাংলাদেশ বিষয়ে আলোচনা পেশ করেন মাওলানা জাহিদুল আলম।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator