শুরুটা হয়েছিল দারুণ, ইমন তানজিদের ব্যাট থেকে শতরানের জুটি এবং বাকি ব্যাটসম্যানদের কল্যাণে বিশাল এক পুঁজি পেয়েছিল বাংলাদেশ। তবে পাকিস্তানের মোহাম্মদ হারিসের সেঞ্চুরিতে ভেস্তে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন। ৭ উইকেটের বিশাল ব্যবধানে জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে পাকিস্তান।
লাহোরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটের ব্যবধানে ১৯৬ রান করে বাংলাদেশ। জবাবে ৭ উইকেট ও ১৬ বল হাতে রেখেই সহজ জয় পায় পাকিস্তান।
বাংলাদেশের দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। মিরাজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রিশাদকে ক্যাচ দেন সাহেবজাদা ফারহান। গত ম্যাচে ভালো খেলা সাহেবজাদার অভাব বুঝতে দেননি সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস।
এই দুই ব্যাটসম্যানদের ব্যাট থেকে আসে ৯২ রানের জুটি। ২৯ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান আইয়ুব তবে হারিস তার কাজ খুব ভালো ভাবেই করেছে। হারিসের সাথে রানের চাঁকা সবল রাখেন হাসান নেওয়াজ। ১৩ বলে ২৬ রানের এক ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন নেওয়াজ। ওদিকে হারিস তুলে নেয় নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। খেলেন ৪৬ বলেন অপরাজিত ১০৭ রানের বিশাল ইনিংস। যেখানে ৮ চারের বিপরীতে ছিল ৭টি ছক্কা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন মিরাজ। একটি উইকেট পেয়েছেন তানজিম সাকিব।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। ২০ ওভার শেষে ১৯৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। ইমনের ব্যাট থেকে আসে বলে করেন ৬৬ রান। আর ৩২ বলে ৪২ রান করেন তানজিদ। হৃদয় করেন ২৫ ও অধিনায়ক লিটনের ব্যাট থেকে আসে ২২ রান। পাকিস্তানের হয়ে হাসান আলি ও আব্বাস আফ্রিদি দুইটি করে উইকেটের দেখা পান।



















