বানারীপাড়ায় 'মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়া সাংবাদিক সাইদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে..

Anamul Kabir avatar   
Anamul Kabir
বানারীপাড়া উপজেলায় 'মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫' পাওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাংবাদিক সাইদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।..

বানারীপাড়ায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫” পাওয়ায় বানারীপাড়া উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৫ টায় বানারীপাড়া বন্দর বাজারস্থ সংস্থার নিজস্ব কার্য্যালয়ে সমাজ সেবায় অবদান ও মানবিক কার্যক্রমের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় এ সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: রাজিব চোকদারের সভাপতিত্বে ও সাংবাদিক সাব্বির হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো: আব্দুস সালাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার তাওহীদুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আব্দুল হাকিম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ও সাংবাদিক ইলিয়াস শেখ, সাংবাদিক মোঘল শাফকাত শুভ, মাইদুল ইসলাম শফিক, সৈয়দ নুরুজ্জামান পলাশ প্রমুখ। উল্লেখ্য যে, গত ১৯ এপ্রিল শনিবার মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল-এর উদ্যোগে ঢাকার পল্টন টাওয়ারে “মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ পদক প্রদান অনুষ্ঠানে জনাব সাইদুল ইসলামকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিচারপতি মীর হাসমত আলী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ উপাচার্য ও ট্রেজারার ইবাইস বিশ্ববিদ্যালয়, সভাপতিত্ব করেন মোঃ মুজিবুর রহমান চৌধুরী, উপদেষ্টা মাদার তেরেসা রিসার্চ ওয়েল ফেয়ার কাউন্সিল। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন এম এইচ আরমান চৌধুরী মহাসচিব, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল, আয়োজিত সভায় দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনেরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সমাজ সেবায় অবদান ও মানবিক কার্যক্রমের জন্য সাংবাদিক সাইদুল ইসলামকে এই সম্মাননায় ভূষিত করে ক্রেস্ট তুলে দেন। সম্মাননা গ্রহণকালে সাংবাদিক সাইদুল ইসলাম বলেন, নগন্য মানুষ হিসেবে আমি আমার অবস্থান থেকে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। এছাড়া মানুষের কল্যাণের জন্য কাজগুলোকে আমার কর্তব্য মনে সারা জীবন কাজ করে যাবো।

Inga kommentarer hittades


News Card Generator