close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাজিতপুরে পুলিশের অভিযানে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের অভিযানে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ছয়টি ব্যাগে রাখা ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কেশবপুর গ্রামের মরম আলীর ছেলে বাদশা মিয়া (২৪) এবং একই এলাকার বুরহান উদ্দিনের ছেলে বিল্লাল মিয়া (২২)।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে বাজিতপুর উপজেলার দিঘিরপার ইউনিয়নের সাহাপুর চ্যাংরাহাটিতে একটি ইটভাটার সামনে অবস্থিত টিনের ঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহর নির্দেশে সাব-ইন্সপেক্টর মাশরিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও অংশ নেন সাব-ইন্সপেক্টর দেওয়ান মোহাম্মদ সবুজ, উজ্জ্বল হোসেন, সজিব হোসেন ও কনস্টেবল ফয়সাল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়টি ব্যাগে সংরক্ষিত মোট ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বাজিতপুরকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।

মাদক উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

No comments found


News Card Generator