close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বাজিতপুরে বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
দীর্ঘদিন পর দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য, নতুন নেতৃত্ব নির্বাচনে প্রস্তুতি তুঙ্গে।..

বাজিতপুর (কিশোরগঞ্জ):
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৫ জুলাই, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সম্মেলনকে সফল করতে বাজিতপুর উপজেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে গতকাল উপজেলার ভাগলপুর নাজিম ভূঁইয়া মাঠে গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক "শেখ মজিবুর রহমান ইকবাল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়কমনিরুজ্জামান মনির।

প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং নতুন নেতৃত্ব নির্বাচনের ওপর জোর দেন। এ সময় মনিরুজ্জামান মনির বলেন, দলের সম্মেলন হলে কাউন্সিল হলে দল প্রাণ ফিরে পায় দল চাঙ্গা হয়।

তিনি আরও বলেন, "এ সম্মেলন হবে বাজিতপুর উপজেলা বিএনপির জন্য নবযাত্রার সূচনা। আমরা তৃণমূলের মতামতের ভিত্তিতে শক্তিশালী ও সক্রিয় নেতৃত্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।"

সভায় নেতৃবৃন্দরা বলেন বর্তমানে দেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে আরও সংগঠিত ও কার্যকর করতে হলে তৃণমূল নেতৃত্বের পুনর্গঠন অত্যন্ত জরুরি। বাজিতপুর উপজেলা বিএনপির এই সম্মেলন সেই পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

No comments found


News Card Generator