বাজারে এলো নতুন ডিজাইনের টাকা: নিরাপত্তা বৈশিষ্ট্যে নজর কাড়ছে ২০, ৫০ ও ১ হাজার টাকার নোট সংবাদ:..

Zahidul Islam avatar   
Zahidul Islam
বাংলাদেশ ব্যাংক দেশের ১১টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। নতুন এসব নোটের মধ্যে রয়েছে ২০, ৫০ ও ১ হাজার টাকার মূল্যমানের নোট, যা গতকাল সোমবার ..

বাংলাদেশ ব্যাংক দেশের ১১টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। নতুন এসব নোটের মধ্যে রয়েছে ২০, ৫০ ও ১ হাজার টাকার মূল্যমানের নোট, যা গতকাল সোমবার থেকে সারা দেশে বিতরণ শুরু হয়েছে।

নতুন ১ হাজার টাকার নোটে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের চিত্র সামনে এবং জাতীয় সংসদ ভবনের চিত্র পেছনে স্থান পেয়েছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এই নোটে থাকছে ১৩টি উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য।

৫০ টাকার নতুন নোটে রয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’। এতে রয়েছে মোট ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য।

২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের মনোরম ছবি, আর এতে রয়েছে ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য।

উল্লেখযোগ্যভাবে, প্রতিটি নোটেই জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নতুন নোটগুলোর নিরাপত্তা ও নান্দনিকতায় ভিন্নমাত্রা যোগ করেছে।

নতুন নোটগুলো বিতরণ করা হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নোটগুলো পুরোনো নোটের পাশাপাশি সমানভাবে বৈধ এবং চলমান থাকবে।

Inga kommentarer hittades