close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বড়াইগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত 

Belhaj Badhon avatar   
Belhaj Badhon
বড়াইগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত 

বড়াইগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত 

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে জুয়েল মণ্ডল (২৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এতে চালকের সহকারীও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) ভোরে উপজেলার বনপাড়া পৌরসভার গুনাইহাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত চালক বগুড়া জেলার আদমদিঘী আজাহার উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘বনা থেকে নাটোরমুখী কাভার্ডভ্যান গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের কেবিনের মধ্যে চাপা পড়ে কাভার্ডভ্যান চালক জুয়েল ঘটনাস্থলেই প্রাণ হারান। আর সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে বনপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রদেহটি থানায় রাখা হয়েছে। ট্রাক-কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

没有找到评论


News Card Generator