close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বড়াইগ্রামে রাস্তা সংস্কার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এনসিপি নেতা সহ ৫ জন আহত..

Belhaj Badhon avatar   
Belhaj Badhon
****

নাটোরের বড়াইগ্রামে কর্দমাক্ত সড়ক সংস্কারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এনসিপি সমন্বয়ক সহ ৫ জন আহত হয়েছে।এলাকাবাসী জানায়,বড়াইগ্রাম উপজেলার সিরামপুর গ্রামের মুরাদ হাজীর ব্যক্তিগত জমির ওপর দিয়ে চলাচল করে স্থানীয় লোকজন।সকালে এনসিপির বড়াইগ্রাম উপজেলা সমন্বয় কমিটির সমন্বয়ক মাহমুদ উন নুহু ও তার পিতা সহ কয়েকজন গ্রামবাসী রাস্তাটি মেরামত শুরু করলে জমির মালিক মুরাদ হাজী বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে নুহু, তার বাবা রকিব উদ্দিন,জমির মালিক মুরাদ,তার ছেলে সেলিম ও পূত্রবধূ মিতা আহত হয়।এদের মধ্যে মুরাদ হাজীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকি ৪ জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় জানান খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator