close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ ট্রাক জব্দ, চালক আটক

Belhaj Badhon avatar   
Belhaj Badhon
বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবাসহ ট্রাক জব্দ, চালক আটক

নাটোরের বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ডবল কেবিন ট্রাক জব্দ করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি, সুপার নিউমারি)।

তিনি সাংবাদিকদের জানান, বুধবার দুপুর সোয়া ১টার দিকে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ডবল কেবিন ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯৪৪৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে চালকের পেছনের সিটের নিচ থেকে একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কালো কস্টেপে মোড়ানো ১৫টি বান্ডিল পাওয়া যায়। প্রতিটি বান্ডিলে নীল রঙের ১০টি করে প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০০টি করে গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট ছিল। এভাবে সর্বমোট ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকের চালক শামীম হোসেন (৩০)–কে আটক করা হয়। তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার খালইভরা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।

Walang nakitang komento


News Card Generator