close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য।..

MD Ariful Islam avatar   
MD Ariful Islam
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা পেয়াজে দারুণ সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া পেয়াজ চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকেরা এখন এই ফসলে আগ্রহ..

বাঘাইছড়িতে প্রথমবারের মতো পেয়াজ চাষে কৃষকদের অভাবনীয় সাফল্য।

 

বাঘাইছড়ি, রাঙামাটি।

 

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করা পেয়াজে দারুণ সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকেরা। পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়া পেয়াজ চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকেরা এখন এই ফসলে আগ্রহ দেখাচ্ছেন।

 

রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৫০ জন কৃষকের মাঝে পেয়াজের বীজ, সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। প্রণোদনার আওতায় বাঘাইছড়ি পৌরসভা ব্লক, লাল্যঘোন ও উগলছড়ি এলাকার কৃষকেরা এই চাষে অংশগ্রহণ করেন।

 

পুরাতন মারিশ্যার কৃষক আবদুল হালিম জানান, “আমি ৩০ শতাংশ জমিতে পেয়াজ চাষ করে প্রায় ৬০ মণ পেয়েছি। দাম ভালো থাকলে তামাকের চেয়ে দ্বিগুণ লাভ হবে। আগামীতেও পেয়াজ চাষ চালিয়ে যেতে চাই।”

 

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফরহাদ মিয়া বলেন, প্রথমবারের মতো পাহাড়ে পেয়াজ চাষ করে আমরা প্রায় ১০০ টন উৎপাদন করতে পেরেছি। এটা আমাদের জন্য বড় সফলতা। কৃষকেরা আগ্রহী হলে ও জেলা পরিষদ থেকে আবার সহায়তা মিললে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব। তখন পাহাড়ের চাহিদা মিটিয়ে সমতলেও পেয়াজ সরবরাহ করা যাবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator