close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বাগেরহাটের রাখালগাছিতে হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
****

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বড় পাইকপাড়া গ্রামে  হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পাইকপাড়া গ্রামের শিখা রানীর বাস্তবাড়িতে একই গ্রামের মোস্তফা শেখের ছেলে মেহেদী হাসান শাওন সেই জমি নিজের বলে দাবী করে এবং নির্মাণ  কাজে বাধা দেয়। ভুক্তভোগী নিরুপায় হয়ে বাগেরহাটর জেলা পুলিশ সুপার এবং বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত অভিযোগে জানা গেছে বাগেরহাট সদরের বড়পাইকপাড়া গ্রামে শিখা রানীর ঢালীর একতলা দালান ঘরের পাশে দোতলা নির্মাণের জন্য পিলার স্থাপন করলে বিবাদী মেহেদী হাসান ও জান্নাত সেই জমি নিজেদের বলে দাবী করে নির্মাণ কাজে কাধা দেয় এবং নির্মাণকৃত ৩/৪ পিলার ভেঙ্গে ফেলে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ জীবরনাসের হুমকি প্রদান করেন । ভুক্তভোগী শিখা রানী জানান আমি লিখিত অভিযোগ দায়ের করার পর এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং মামলার তদন্ত অফিসার এস আই মুজিবর জমি সিমানা নির্ধারণ করে দেন। কিন্তু পরবর্তীতে  বিবাদী শাওন শেখ, জান্নাত, মনি হালদার, হানিফ, তালেবসহ আরোও অনেকে  সিমানা পিলার তুলে আমার সিমানার ভিতর জোরপূর্বক পিলার স্থাপন করেন। আমি যাতে আমার পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারি এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ঘটনাস্থলে গেলে স্থানীয়রা শাওন শেখের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করে বলেন যে শাওন শেখ এলাকায়  বেপরোয়া হয়ে উঠেছে এবং  সে তার মাকে বিভিন্ন সময় বেধড়ক মারপিট করেন এবিষয়ে তার মা বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভেযোগ দায়ের করেন। এলাকাবাসী তার সুষ্টু বিচারের দাবী জানায়।  এব্যাপারে অভিযুক্ত মেহেদী হাসান শাওনের সাথে মুঠো ফোনে (০১৭৪০-৩৬৭৫২২) নাম্বারে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার ব্যবহারিত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator