close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বাগেরহাটের ইউপি চেয়ারম্যান অপহরণের পর উদ্ধার, হাসপাতালে ভর্তি..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে।..

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ জুন) রাতে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ জুন) সকালে তাকে পুলিশের তত্ত্বাবধানে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ জানায়, দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। তবে মনি মল্লিকের দাবি, এটি শুধুমাত্র অপহরণ নয়—তাকে হত্যার উদ্দেশ্যেই তুলে নেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি বলেন, “চারজন ব্যক্তি আমাকে মোটরসাইকেলে তুলে নেয়, তারা কিল-ঘুষি ও লাথি মারে। আমি পা পিছলে পড়ে যাই, এতে মারাত্মক আঘাত পাই। এটা অপহরণ নয়, হত্যার উদ্দেশ্যে তুলে নেওয়া হয়েছিল।”

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে খোঁজখুঁজির পর তাকে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি জানান, মনি মল্লিকের নামে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।


উল্লেখ্য, মো. মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা এবং তিনি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Inga kommentarer hittades


News Card Generator