বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি উত্তর পাড়া এলাকার শেখ ইউনুস আলী'র বসত ঘর আগুন লেগে পুড়ে অঙ্গার। গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আগুন লাগা পরিবারের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের লোকজন'সহ সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হন। আগুনের লেলিহান বসতঘর'সহ ঘরে থাকা মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারটির সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছে। আগুন লাগার বিষয়টি জানতে পেয়ে বাগেরহাট জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম এ সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় বাগেরহাট পৌর বিএনপি'র সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান শান্ত, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবল্লাহ ওয়াহেদ হাবিব, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, আলহাজ্ব আশরাফ ঢালী, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী'সহ স্থানীয় বিএনপি'র নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইলিয়াস খান জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
বাগেরহাটে ভয়াবহ অগ্নিকান্ড অসহায় পরিবারকে সহায়তা প্রদান বিএনপি নেতা এম এ সালামের..
Không có bình luận nào được tìm thấy



















