সুমন হাওলাদারঃ
বৃষ্টিভেজা এক বিকেলে রাজধানীর বাড্ডার ব্যস্ত বাজার এলাকায় ঘটল এক বিশৃঙ্খল ও নাটকীয় ঘটনা। যানজটে থেমে থাকা রাস্তায় হঠাৎই তিন নারীর চিৎকারে কেঁপে ওঠে চারপাশ। তীব্র তর্ক-বিতর্ক গড়ায় শারীরিক সংঘর্ষে—চুলের মুঠি ধরে টানাটানি, রিকশার পাশে আর্তচিৎকার, আর রাস্তায় পড়ে যাওয়া এক নারী!
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নারী অপর একজন নারীকে ঘিরে ধরে হঠাৎই আক্রমণ শুরু করেন। কেউ চুল ধরে, কেউ হাত ধরে টেনে হিচড়ে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলতে চেষ্টা করেন। বৃষ্টির পানিতে পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন সেই নারী। মাথায় আঘাত পেয়ে অচেতন অবস্থায় তাকে সরিয়ে নেয় স্থানীয়রা।
এই ঘটনার পুরোটা সময় আশপাশের জনতা মোবাইল ফোনে ভিডিও করতে ব্যস্ত ছিল—কিন্তু প্রথমে কেউই এগিয়ে আসেননি থামাতে।
একজন পথচারী বলেন, “সবকিছু এত দ্রুত ঘটল যে, কিছু বুঝে ওঠার আগেই হাতাহাতি শুরু হয়ে গেল। টানাহ্যাঁচড়ায় একজন মাটিতে পড়ে গেলেন।”
তবে এই উত্তেজনার পেছনের প্রকৃত কারণ নিয়ে চলছে ধোঁয়াশা। কেউ বলছে, মোবাইল চুরি হয়েছে। আবার কারও মতে, এটি একটি পারিবারিক দ্বন্দ্ব। স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, ঘটনাটি ‘সংবেদনশীল পারিবারিক’ ইস্যু হতে পারে। তবে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, এবং পুলিশও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনরা বাসায় নিয়ে গেছেন বলে জানা গেছে।