close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বাদ পড়ে সিনেমার চিত্রনাট্য ‘ফাঁস’, দীপিকার ওপর ক্ষেপলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শিডিউল ও পারিশ্রমিক নিয়ে সরে দাঁড়ানো দীপিকা পাডুকোনের বিরুদ্ধে এবার সরাসরি চিত্রনাট্য ফাঁস ও জুনিয়র অভিনেত্রীকে অপমানের অভিযোগ তুললেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তার এক্স পোস্ট ঘিরে তীব্র আলোচনা—ত..

বলিউডে বিতর্ক যেন প্রতিনিয়তই নতুন মোড় নিচ্ছে। এবার বিতর্কের কেন্দ্রে দীপিকা পাডুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। নির্মাতা ভাঙ্গার পরবর্তী সিনেমা ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে দাঁড়ানো নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা। তবে বিষয়টি আর শুধু ‘শিডিউল জটিলতা’য় আটকে নেই—এবার সরাসরি চিত্রনাট্য ফাঁস ও চরিত্রহানির অভিযোগ তুলেছেন পরিচালক নিজেই।

জানা গেছে, দীপিকার পরিবর্তে ‘স্পিরিট’ ছবিতে এখন প্রভাসের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। যদিও শুরুতে ছবির নারী চরিত্রে দীপিকাকেই ভাবা হয়েছিল, তবে সময় ও পারিশ্রমিক নিয়ে সৃষ্ট জটিলতায় তিনি নিজেই ছবি থেকে সরে দাঁড়ান।

কিন্তু সম্প্রতি পরিচালকের একটি এক্স (পূর্বে টুইটার) পোস্ট নতুন করে আগুনে ঘি ঢালল। সেখানে নাম উল্লেখ না করলেও সন্দীপ রেড্ডি ভাঙ্গার তীর যে দীপিকার দিকেই, তা বুঝতে বাকি নেই কারো।

ভাঙ্গা লেখেন, “একজন পরিচালকের পক্ষে একটি সিনেমা বানানো মানে শুধু শুটিং নয়—এটা তার আত্মা, তার শ্রম, তার জীবন। যখন আমি কাউকে একটি গল্প শোনাই, তখন আমি তাদের প্রতি শতভাগ আস্থা রাখি। এটা অলিখিত একটি চুক্তি, যা কেউ ভাঙেন না। কিন্তু এইবার আমি হতাশ।”

পরিচালক অভিযোগ করেন, সেই অভিনেত্রী চিত্রনাট্য ফাঁস করেছেন এবং তার পরিবর্তে আসা একজন কম বয়সী অভিনেত্রীকে অবজ্ঞা করেছেন—যা নারীবাদের পরিপন্থী বলেই মনে করেন তিনি।

যদিও সরাসরি দীপিকার নাম বলেননি, তবে তিনি লেখেন, “এটাই কি নারীবাদের প্রকৃত রূপ? একজন কম বয়সী সহকর্মীকে ছোট করা এবং নিজের সুবিধার্থে চিত্রনাট্য ফাঁস করা? আপনি কিছুই বুঝবেন না, কারণ আপনার কাছে সিনেমা শুধুই একটি পিআর গেম।”

তিনি আরও লেখেন, “আগামীবার যখন আপনি কোনো পরিচালকের গল্প ফাঁস করবেন, দয়া করে পুরো গল্পটাই ফাঁস করুন। এতে আমার কিছু যায় আসে না।”

পোস্টের শেষে ভাঙ্গা হিন্দিতে লেখেন, “খুন্দাক মে বিল্লি খাম্বা নোচে”—অর্থাৎ রাগে কেউ যা সামনে পায়, তাকেই আঁচড়ায়।

এই বক্তব্য সামনে আসার পর বলিউডের ভেতর-বাইরে শুরু হয় তুমুল আলোচনা। দীপিকা সত্যিই কি চিত্রনাট্য ফাঁস করেছেন? তৃপ্তি দিমরিকে নিয়েও কি তাকে অপমান করেছিলেন?

এদিকে, সিনেমার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দীপিকা দিনে ছয় ঘণ্টার বেশি কাজ করতে চাননি, এবং ১০০ দিনের বেশি শুটিং হলে অতিরিক্ত পারিশ্রমিকের দাবি জানায় তার টিম। এইসব দাবিকেই ছবি থেকে বাদ পড়ার আসল কারণ হিসেবে উল্লেখ করা হয়।

তবে নির্মাতার এমন খোলামেলা ক্ষোভ প্রথমবার। বলিউডে যেখানে অধিকাংশ বিতর্ক আড়ালে থেকে যায়, সেখানে ভাঙ্গার এমন প্রকাশ্য পোস্ট এক নতুন বিতর্কের জন্ম দিল।

দীপিকার টিম এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এই চিত্রনাট্য ফাঁসের অভিযোগ যে ‘স্পিরিট’-এর মুক্তির আগেই এক নতুন বিতর্কে পরিণত হলো, তা বলাই বাহুল্য।

Inga kommentarer hittades


News Card Generator