বিশ্বের প্রতিটি প্রান্তে আজ সন্তানেরা তাদের বাবাকে স্মরণ করছে ভালোবাসা আর কৃতজ্ঞতার হাজারো উপায়ে কেউ উপহার দিচ্ছে, কেউবা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছে আবেগভরা পোস্ট। কিন্তু কিছু সম্পর্ক থাকে, যেগুলোর গভীরতা মাপা যায় না শব্দে, অনুভবই যথেষ্ট। এমনই এক নীরব, গভীর ভালোবাসার নাম বাবা।
জন্মের সঙ্গে সঙ্গে আমরা একটি দেহ পেয়েছি একটি রূপ, একটি গড়ন। কিন্তু এই দেহটিকে অর্থবহ করে তোলার জন্য যে মন, মূল্যবোধ ও আদর্শ প্রয়োজন সেই জায়গাটিতে বাবার অবদান অনস্বীকার্য। তিনি যেন এক অন্তঃসলিলা নদী নীরব, গভীর, অথচ চিরপ্রবহমান।
জোনাকির মতো, বাবারাও যেন অন্ধকারে আলো ছড়িয়ে আমাদের পথ দেখান। নিরলস পরিশ্রম আর নিঃশব্দ ভালোবাসায় তারা আমাদের জীবনকে প্রতিনিয়ত আলোকিত করেন।
“বাবা” মাত্র দুটি অক্ষরের শব্দ হলেও এর গভীরতা মহাসমুদ্রের মতো বিশাল।
আমার কাছে বাবা মানেই এক অনুপ্রেরণার নাম যাঁর ত্যাগের কোনো পরিমাপ হয় না, কোনো প্রতিদান হয় না।
তোমার ছায়া ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ, বাবা। বৃক্ষ যেমন ছায়া দেয়, তেমনি তুমি আশ্রয় দাও। তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে চুপচাপ, নিঃশব্দ ভালোবাসায় জড়িয়ে থাকা এক অনন্য অনুভব।
তাই তুমি দূরে নও, তুমি হৃদয়ের গভীরে বাবা।
সাদিয়া জাহান সুরভী
১৮তম আবর্তন
ইংরেজি বিভাগ
কার্যনির্বাহী সদস্য
জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম এবং কনটেন্ট রাইটার্স