close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আতশবাজি নয়, সচেতনতায় হোক নতুন বছরের উদযাপন- মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)..

Md Kazi Ahsanul Haque Jihad avatar   
Md Kazi Ahsanul Haque Jihad
বিগত বছরগুলোতে দেখা গেছে আতশবাজির উচ্চ মাত্রার শব্দ ও বায়ুদূষণের কারণে রোগী, শিশু ও প্রবীণ ব্যক্তিরা বিভিন্ন রকমের স্বাস্থ্য বিষয়ক জটিলতায় পড়েছিলেন..

 

নতুন বছরকে বরণ করে নিতে আমরা সবাই অপেক্ষা করছি। আমাদের মধ্যে অনেকেই হয়ত আতশবাজি, পটকা বা ফানুস ওড়ানোর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাবো। কিন্তু একবারও কি ভেবে দেখেছি এই জিনিসগুলো মানুষ এবং পরিবেশের জন্য কতটা ক্ষতিকর ? 

বিগত বছরগুলোতে দেখা গেছে আতশবাজির উচ্চ মাত্রার শব্দ ও বায়ুদূষণের কারণে রোগী, শিশু ও প্রবীণ ব্যক্তিরা বিভিন্ন রকমের স্বাস্থ্য বিষয়ক জটিলতায় পড়েছিলেন। 

তবে, সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছিল শহরের পাখিগুলো। মারা গিয়েছিলো অসংখ্য চড়ুইসহ আরো অনেক ছোট পাখি। 

এই বছর কি আমরা এই অবস্থার পরিবর্তন করে পারি? 

আসুন আমরা উৎসব উদযাপনে দায়িত্বশীল হই। মনে রাখি- এই পৃথিবী আমার, আপনার, পশুপাখি সহ সবার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 

 

Ingen kommentarer fundet


News Card Generator