close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আস্থা প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় আস্থা প্রকল্পের বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের কার্যক্রম এবং উন্নতির লক্ষ্য আলোচনা করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে শনিবার (১৯ এপ্রিল ২০২৫ ) বিকাল ৩.০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য আলোচনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা প্রকল্পের কার্যক্রম এবং বিভিন্ন সমমনা সংগঠনের সাথে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে কিভাবে কার্যক্রমকে আরো গতিশীল করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমন্বিতভাবে প্রকল্প কার্যক্রমকে আরো বেগবান করতে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, এ্যাড, নাজমুন্নাহার ঝুমু,  সাংবাদিক এম কামরুজ্জামান, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল,  নাজমুল আলম মুন্না, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, শেখ মোসফিকুর রহমান মিল্টন, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পরিত্রান এর নির্বাহী পরিচালক মিলন দাস, ধর্মীয় নেতা আঃ সাত্তার, এবং উপজেলা যুব ফোরাম প্রতিনিধি সুমাইয়া পারভীন রিজমা, নূরে আলমসহ আরো অনেকে।

সভায় মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের সুপারিশ ও বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান প্রেক্ষাপটে যুবদের উদ্বুদ্ধ করে সামাজে শান্তি শৃংখলা প্রতিষ্ঠা করার উদ্যোগ খুবই সময়োপযোগী। সভায় উপস্থিত সদস্যরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য উদাত্ব আহবান জানান এবং আস্থা প্রকল্পের সাফল্য কামনা করেন।

Keine Kommentare gefunden