রিপোর্টার: গৌরব সাহা, সংবাদ প্রতিনিধি, Eye News BD
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে বিভিন্ন যৌক্তিক দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে গোলাপফুল নিয়ে প্রতিবাদ জানান—যা সবার নজর কেড়েছে।
আয়োজকদের ভাষ্যমতে, সমাজের ন্যায্য ও বাস্তব দাবি তুলে ধরতেই তারা এই শান্তিপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত প্রতিবাদ পদ্ধতি বেছে নিয়েছেন। এই ধরনের প্রতিবাদ শুধুমাত্র দাবি আদায়ের মাধ্যম নয়, বরং সামাজিক সৌহার্দ্য ও সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা মনে করেন।
এই প্রথমবারের মতো আশুগঞ্জের বুকে এমন অভিনব প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র-জনতা, স্থানীয় সচেতন নাগরিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			