বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ছোট মেরুং বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারের মাঝে "০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট “দি বেবী টাইগার্স” এর দীঘিনালা সেনা জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প করা হয়।
দীঘিনালা সেনা জোন অধিনায়কের নির্দেশনায় চিকিৎসা সেবা প্রদান করেন দীঘিনালা জোনের রেজিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম। দীঘিনালা সেনা জোনের উদ্যোগে আয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্পে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া ৩৬ পরিবারের নারী,পুরুষ ও শিশু সহ শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাঁর তত্ত্বাবধানেই বিনামূল্যে ওষুধ বিতরণসহ অন্যান্য সেবা নিশ্চিত করা হয়। এছাড়াও তিনি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং অবস্থান নেওয়া মানুষের খোজ খবর নেন।
ক্যাপ্টেন রাকিবুল ইসলাম বলেন,"টানা ভারী বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এ সময় মানুষের মাঝে বিভিন্ন পানিবাহিত রোগ দেখা যায়। শুরুতে চিকিৎসা সেবা না নিলে পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে। তাই দীঘিনালা সেনা জনের উদ্যোগে আমাদের আজকের এই মেডিকেল ক্যাম্প।"
আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মজিবুর রহমান (৫৫)বলেন "আজ দুদিন ধরে হাত পায়ে চুলকানি উঠেছে, স্যারেরা ওষুধ দিছে। স্যারদের ধন্যবাদ।"
আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া কুলছুম বেগম (৪৪) বলেন কাল থেকে ঠান্ডা, কাশি, জ্বর ও মাথাব্যথা। সেনাবাহিনী আমাদেরকে ফ্রী চিকিৎসা সেবা দিয়েছে। তার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।
সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।