আশাশুনিতে মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ নেটপাটা ও বাঁধ অপসারণ..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

আশাশুনিতে মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ নেটপাটা ও বাঁধ অপসারণ

 

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ভিমতলা খালে মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ নেটপাটা ও বাঁধ অপসারণ করা হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় পরিচালিত অভিযানে ভিমতলা খাল থেকে প্রায় ২০টি অবৈধ নেটপাটা অপসারণ এবং খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ মাটির বাঁধ ভেঙে দেওয়া হয়।

 

অভিযান প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, “মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণ, খালে পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দেশীয় মাছের প্রজাতি রক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

এই অভিযানের মাধ্যমে এলাকার পরিবেশ ও জলপ্রবাহ স্বাভাবিক থাকবে, পাশাপাশি দেশীয় মাছের বংশবৃদ্ধি ও মৎস্য সম্পদ রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator