close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আশাশুনিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

আশাশুনিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এস এম তাজুল হাসান সাদ, (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মোর্তজা, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, আশাশুনি সরকারি কলেজের শিক্ষক ক্যাপ্টেন এসাহাক আলী, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল এবং আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. মোস্তাফিজুর রহমান।

সভায় মাদক, ছিনতাই, ইভটিজিং, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Nema komentara