আপন ভাগনি কে ধর্ষণ পরে হত্যা

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
দেখুন বিস্তারিত আপন ভাগনিকে চট্টগ্রাম ধর্ষণ হত্যা

চট্টগ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে হত্যা, নানা-নানিকে কুপিয়ে জখম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বেড়াতে আসা তরুণী আরজু আকতারকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নানা-নানিকেও কুপিয়ে জখম করা হয়েছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে হত্যা, নানা-নানিকে কুপিয়ে জখম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বেড়াতে আসা তরুণী আরজু আকতারকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নানা-নানিকেও কুপিয়ে জখম করা হয়েছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে হত্যা, নানা-নানিকে কুপিয়ে জখম
পার্থ প্রতীম বিশ্বাস

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 
নিহত তরুণী আরজু কলেজ শিক্ষার্থী ছিলেন এবং বৃহস্পতিবার তার নানার বাড়িতে বেড়াতে আসেন।
 
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আরজুর নানার বাড়িতে থাকার বিষয়টি জানতে পেরে নাজিম নামে এক ব্যক্তি গভীর রাতে তার খালার বাড়িতে আসে। রাত ২টার দিকে আরজু বাথরুমে গেলে নাজিম সুযোগ বুঝে তাকে ধর্ষণচেষ্টা চালায়। এক পর্যায়ে সে আরজুর মুখে কাপড় গুঁজে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
 
 
আরজুর চিৎকার শুনে তার নানা-নানি ঘুম থেকে উঠে আসে। তখন নাজিম তাদেরকেও কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নাজিম পালিয়ে যায়। স্থানীয়রা আহত আবদুল হাকিম (৭৫) ও ফরিদা বেগমকে (৬০) উদ্ধার করে চন্দনাইশ হাসপাতাল এবং পরে চমেক হাসপাতালে পাঠান।
 
ঘটনার বিষয়ে চন্দনাইশ থানার ডিউটি অফিসার এসআই আমিনুল্লাহ বলেন, ‘আরজুকে ধর্ষণের চেষ্টা করে এবং শ্বাসরোধে হত্যা করে নাজিম। তারপর নানা-নানি দেখে ফেলায় নাজিম তাদেরকে কুপিয়ে আহত করে। এখন তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।’
 
এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের নানা আবদুল হাকিম।

Md Sahadat Hossain
Md Sahadat Hossain 7 महीने पहले
শেয়ার করুন
0 0 जवाब
और दिखाओ


News Card Generator