close
  
  
         
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
					প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং দলটি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা সময়ই বলে দেবে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেটে এক সরকারি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি আরও বলেন, "সময় এলে জানা যাবে, কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা সময়ের ওপর নির্ভরশীল। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কাজ করছি।"
সব নিবন্ধিত দল নিয়ে নির্বাচন করার পরিকল্পনা
সিইসি জানান, নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। তবে নিবন্ধন ব্যবস্থায় সংস্কারের জন্য ইসি একটি পরিকল্পনা হাতে নিয়েছে। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইভিএম থাকবে না, প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত
আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিইসি। তিনি বলেন, "প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন হবে এবং তা সুনির্দিষ্ট নীতিমালার অধীনে পরিচালিত হবে। এ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।"
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্তব্য
স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে সিইসি বলেন, "অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা যথাসময়ে এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্ত নেব।"
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সিইসি।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			