close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি: হাসনাত আবদুল্লাহ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এই বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে সেটা আমাদের রক্তের ওপর দিয়েই করতে হবে।” কুমিল্লার দেবীদ্বারে এক মতবিনিময় সভায় বৃহস্পতিবার দুপুরে
এই বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে সেটা আমাদের রক্তের ওপর দিয়েই করতে হবে।” কুমিল্লার দেবীদ্বারে এক মতবিনিময় সভায় বৃহস্পতিবার দুপুরে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দেবীদ্বার সদরের এ বি এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যাঁরা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তাঁরা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আমরা সেইসব মানুষদের বিরুদ্ধে আবার আন্দোলনে নামব।” সভায় উপজেলার আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দাড়ি-টুপিওয়ালাদের নিধনে ফ্যাসিবাদের অভিযোগ হাসনাত অভিযোগ করেন, “ধর্মনিরপেক্ষতার নামে হাসিনা ইসলাম ও দাড়ি-টুপিওয়ালাদের ওপর মামলা-হামলার মাধ্যমে নিধন চালিয়েছিলেন। কিন্তু তাঁর এসব চেষ্টাই তাঁকে বাংলা থেকে নির্মূল করেছে।” তিনি আরও বলেন, “আমাদের দেশে আলেম-ওলামাদের সামাজিক সম্মান থাকলেও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে আলেম ও মসজিদের ইমামদের বেতন-ভাতা নিশ্চিত করার আলোচনা চালিয়ে যাচ্ছি।” ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান বক্তব্যে তিনি সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের মাধ্যমে যারা ভোট বাড়ানোর চেষ্টা করছেন, তাঁরা ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক। আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার প্রতিটি প্রচেষ্টা দেশের মজলুমদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সমান।” তারুণ্যের জন্য বিশেষ কর্মশালা বেলা একটার দিকে দেবীদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসনাত। কর্মশালায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং তাদের মধ্যে বই বিতরণ করা হয়। সমাপনী বক্তব্য সভাপতিত্ব করেন দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দিন সরকার। সভায় আরও বক্তব্য দেন মো. আল আমিন, আবদুল হক, আলমগীর হোসেন এবং আশরাফুল আলম ওবাইদী। “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সবাই থাকবে, কিন্তু ফ্যাসিবাদ থাকবে না,” বক্তব্যের শেষে এমনটাই বলেন হাসনাত আবদুল্লাহ।
Nessun commento trovato