close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
					আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে গত ১৮ই ডিসেম্বর বিকেলে, যা নিজেই নিশ্চিত করেছেন প্রসিকিউটর মাহমুদ।
প্রসিকিউটর মাহমুদ মানবজমিনকে জানান, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড ও গুমের মামলার তদন্ত ও পরিচালনার দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, "আমার স্ত্রীর ব্যক্তিগত মোবাইল নম্বরে ১৮ই ডিসেম্বর দুপুরের পর থেকে একাধিকবার ফোন করা হয়। ওই ফোন নম্বরের ইমো আইডি থেকে আমাকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন এবং হত্যার হুমকি দেয়া হয়েছে।"
তিনি আরও জানান, কথোপকথনের মাধ্যমে বুঝতে পেরেছেন যে হুমকিদাতার নাম আমির। তিনি একজন কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত, যার বিরুদ্ধে নড়াইল, যশোর ও ঢাকায় একাধিক ডাকাতির মা
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			