আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা ঘটে ১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। সেদিন হাজার হাজার শ্রমিক ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘট করে। শিকাগোর হে মার্কেট স্কয়ারে চলমান এক প্রতিবাদে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয় এবং সেখানে বোমা বিস্ফোরণে পুলিশ ও সাধারণ মানুষ নিহত হন। এই ঘটনার পরে কয়েকজন শ্রমিক নেতাকে গ্রেফতার ও ফাঁসি দেওয়া হয়। এই আন্দোলন বিশ্বজুড়ে শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে। ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে, ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিকদের সংহতির দিন হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে বহু দেশে এটি ছুটির দিন এবং শ্রমিক অধিকার আদায়ের প্রতীক হিসেবে উদযাপন করা হয়।
  
    close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Hiçbir yorum bulunamadı
							
		
				
			


















