দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান ক্লাসেন।
অবসর নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্লাসেন লেখেন,
“এটি আমার জীবনের এক দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আমার এবং আমার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক ভেবে-চিন্তে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তবে এখন আমি সম্পূর্ণ শান্তিতে আছি।”
তিনি আরও লেখেন,
“প্রথম দিন থেকেই দেশের প্রতিনিধিত্ব করাটা ছিল আমার জন্য সবচেয়ে বড় গর্বের বিষয়। এটি ছিল সেই স্বপ্নের বাস্তবায়ন, যা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। ক্রিকেট আমাকে অনেক দারুণ বন্ধুত্ব ও সম্পর্ক উপহার দিয়েছে, যা আমি সারাজীবন লালন করব। প্রোটিয়াসদের হয়ে খেলতে গিয়ে এমন কিছু অসাধারণ মানুষের সংস্পর্শে এসেছি, যারা আমার জীবন বদলে দিয়েছে—তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ।"
“প্রোটিয়াস জার্সি আমার কাছে শুধুই একটি পোশাক নয়, এটি ছিল সম্মানের প্রতীক। এই পথচলায় কিছু কোচ ও ব্যক্তিত্ব ছিলেন, যারা সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন। তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা অসীম।"
অবসর নেওয়ার পর পরিবারকে আরও সময় দিতে চান ক্লাসেন। বলেন,
“এখন আমি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারব, এবং সেটির জন্য আমি ভীষণ রোমাঞ্চিত। আমি সবসময় প্রোটিয়াসদের একজন বড় সমর্থক হয়ে থাকব। ক্যারিয়ারে যারা আমাকে সমর্থন করেছেন, পাশে থেকেছেন—তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”