close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আন্দোলনকারী নেতাকর্মীরাই বিএনপির প্রকৃত শক্তি: মাহমুদুল হাসান বাবু..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মাহমুদুল হাসান বাবু বলেন, “এই সময়টায় যারা রাজপথে ছিল, গ্রেফতার-নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দলের জন্য সংগ্রাম করেছে, তারাই বিএনপির আসল নেতাকর্মী। এদের হাত ধরেই বিএনপির ভবিষ্যৎ গড়ে উঠবে।”..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির প্রকৃত নেতাকর্মী তারাই, যারা ২৮ অক্টোবর ২০২৩ থেকে ৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত টানা হরতাল, অবরোধ, মশাল মিছিলসহ রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, এমন মন্তব্য করেছেন ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু।

এক বার্তায় মাহমুদুল হাসান বাবু বলেন, “এই সময়টায় যারা রাজপথে ছিল, গ্রেফতার-নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দলের জন্য সংগ্রাম করেছে, তারাই বিএনপির আসল নেতাকর্মী। এদের হাত ধরেই বিএনপির ভবিষ্যৎ গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, এর বাইরেও ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপির বড় ধরনের আন্দোলন হয়েছিল, যেখানে অনেক ত্যাগী নেতাকর্মী অংশ নিয়েছিলেন। কিন্তু এসব আন্দোলনের পরে অনেকেই রাজনীতি থেকে সরে গিয়ে ব্যক্তিগত জীবন গুছিয়ে নিয়েছেন।

“আজ যারা দল ও আন্দোলন থেকে দূরে, সুবিধাবাদী আচরণ করছে, তারা আবারও প্রমাণ করবে-দলের বিপদে তারা পাশে থাকবে না। বরং সংকটের মুহূর্তে তারাই বিএনপিকে গালি দিয়ে ভালো সাজার চেষ্টা করবে,”- বলেন ছাত্রদল নেতা বাবু।

বাবুর মতে, সময় এসেছে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার। যারা আন্দোলনের সময় রাজপথে ছিল, দল তাদের পাশে না থাকলে ভবিষ্যতে আর কেউ দলের জন্য ত্যাগ স্বীকার করবে না।

তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "সুবিধাবাদীদের চেয়ে রাজপথের সৈনিকদের অগ্রাধিকার দিতে হবে। দল যদি এদের পাশে না থাকে, তাহলে ভবিষ্যতের আন্দোলন আরও দুর্বল হবে।"

No comments found