close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আমতলীতে স্বামীর পরকিয়ার জেরে স্ত্রীর মৃত্যু,  আত্মহত্যা হিসেবে চালানোর অভিযোগ ..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি,বরগুনা।।

বরগুনার আমতলীতে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে সাজানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম তানজিলা আক্তার অ্যানি। এ ঘটনায় স্বামী সুজন মৃধাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার দিবাগত রাতে আমতলী পৌর শহরের আব্দুল্লাহ সুপার মার্কেটের পেছনে হানিফ কটেজের তৃতীয় তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মা আফরোজা আক্তার রিনা অভিযোগ করে বলেন, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তার মেয়ের সঙ্গে জামাতা সুজন মৃধার বিরোধ চলছিল। শনিবার সকালে অ্যানি তার মায়ের বাড়িতে বেড়াতে গেলে সেই সুযোগে সুজন তার প্রেমিকা সাবিনাকে বাসায় নিয়ে আসে। রাতে অ্যানি বাসায় ফিরে দরজা খুলতে দেরি হওয়ায় সন্দেহ হয়। পরে ঘরে ঢুকে বিছানায় অপরিচিত চাদর এবং বারান্দায় সাবিনাকে দেখতে পেয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়।

পরিবারের অভিযোগ, ওই ঘটনার জেরে রবিবার দুপুরে অ্যানিকে মারধর করে স্বামী সুজন মৃধা। পরে রাতে তাকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহের পা ঘরের ফ্লোরে ঠেকানো অবস্থায় ছিল।

নিহতের খালা ফরিদা বেগম বলেন, এটি পরিকল্পিত হত্যা। আমার ভাগ্নিকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুজন মৃধাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, স্বামী পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

 

没有找到评论


News Card Generator