প্লাস্টিক নয় প্রকৃতি বাঁচাও,'প্লাস্টিক দূষণ রোধ করি' এই সেøাগানকে নিয়ে পরিবেশ রক্ষার দাবিতে রবিবার বিকেল সাড়ে চারটায় আমতলির পায়রা নদীর তীরে শতাধিক তরুণ এক ক্যাম্পেইন কর্মসূচি পালন করে। এনএসএস একশন এইড এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশ কর্মী মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পোইন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আবু জিয়াদ,উন্নয়ন কর্মী তাজমেরি লিখন, উন্নয়ন কর্মী মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ জয় ও মিতু রানী।ক্যাম্পেইন শেষে তরুণরা নদীর তীরবর্তী প্লাসটিক ওপলিথিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
এসময় তারা প্লাসটিক ও পলিথিন জমা দিয়ে একটি করে সাবান উপহারের ঘোষণা করেন।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy



















