আমতলীতে কৃষকের জমি ক্রয়ের টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা..

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
জেলা প্রতিনিধি,বরগুনা।।

 

বরগুনার আমতলীতে  জমি ক্রয়ের জন্য এক কৃষকের সাথে থাকা ১লাখ৬৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে হারুন ফকির নামের এক সন্ত্রাসী।এঘটনায় কুষক নজির মুন্সীআমতলীথানায়লিখিতঅভিযোগদিয়েছেন।

আমতলী থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার শারিকখালী গ্রামের মো.নজির মুন্সী বুধবার সকালে জমি ক্রয় করার জন্য  ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে আমতলীতে মোক্তারের কাছে আসেন। কিন্তু কাগজপত্র সমস্যার কারনে দলিল করতে না পারয় বিকাল ৩টার দিকে বাড়ী যাওয়ার পথে আলিশারমোর নামক স্থানে তাদের অটো গাড়ি থামিয়ে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের যুগিয়া গ্রামের মো.খবির ফকিরের ছেলে নেতা মো. হারুন ফকির ও তার ভাই  জাফর ফকির ও তাদের সাথে থাকা সন্ত্রাসীরা নজির মুন্সীকে মারোধর করে বিবস্র করে তার সাথে থাকা ১ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় টাকা উদ্ধার ও মারধোরের বিচার চেয়ে আমতলী থানায় লিখিতি অভিযোগ দিয়েছন কৃষক নজির মুন্সী।

কৃষকনজিরমুন্সীবলেন, আমিগরীবমানুষঅনেককষ্টকরেধারদেনাকরেজমিক্রয়েরজন্যটাকাজোগাড়করেছিসেইটাকাহারুনফকিরআমাকেমারধোরকরেনিয়েগেছেআমিএইঘটনারবিচারচাই।

 এবিষয়অভিযুক্তহারুনফকিরেরকাছেজানতেচাইলেতিনিমুঠোফোনেতারবিরুদ্ধেআনীতঅভিযোগঅস্বীকারকরেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator