close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগ পাড়: আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে লাখো মুসল্লির কান্না, দোয়া ও আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে উঠল গোটা ইজতেমা ময়দান। আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে
কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে লাখো মুসল্লির কান্না, দোয়া ও আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে উঠল গোটা ইজতেমা ময়দান। আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে শুরু হয়ে ৯টা ৩৫ মিনিটে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতে লাখো মুসল্লির অংশগ্রহণ তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন। এই বিশেষ মোনাজাতে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ, হেদায়েত, রোগমুক্তি এবং কবরবাসীদের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে কাঁদো কাঁদো হয়ে প্রার্থনা করেন মুসল্লিরা। হেদায়েতি বয়ানে ইসলামের শিক্ষা ও দিকনির্দেশনা আখেরি মোনাজাতের আগে বিশ্ব ইজতেমার ময়দানে চলে গুরুত্বপূর্ণ হেদায়েতি বয়ান। ভারতের মাওলানা আব্দুর রহমান এই বয়ান করেন, যার বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বয়ানে মুসল্লিদের উদ্দেশে বলা হয়, যারা এক চিল্লা বা তিন চিল্লার জন্য জামাতে বের হবেন, তাদের কী আমল করতে হবে এবং যারা নিজ নিজ এলাকায় ফিরে যাবেন, তারা কীভাবে দ্বীনের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করবেন, তা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ নসিহত ও ইমানের মূল্যবান শিক্ষা এই বয়ানের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা গুরুত্বপূর্ণ নসিহত দেন। তিনি বলেন, "ইমান আল্লাহ তায়ালার সবচেয়ে বড় নেয়ামত। দুনিয়াতে আমরা অসংখ্য নেয়ামতের মধ্যে ডুবে আছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমানের হেফাজত করা। যৌবনের সময় আল্লাহর পথে চলতে হবে, সুস্থতার সময় ইবাদতে মনোযোগ দিতে হবে।" বিশ্ব ইজতেমাকে ঘিরে বিপুল আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে টঙ্গী এবং আশপাশের এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কলকারখানাসহ অনেক অফিস প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়, যাতে কর্মজীবী মুসল্লিরাও ইজতেমায় অংশ নিতে পারেন। মোনাজাতের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়। নিরাপত্তার দিক থেকে বিশ্ব ইজতেমায় ছিল কঠোর তদারকি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন। পাশাপাশি পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো ইজতেমা ময়দান নজরদারির আওতায় রাখা হয়। বিশ্ব ইজতেমার পরবর্তী ধাপ তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। আজ রবিবার শুরায়ী নেজামের তত্ত্বাবধানে শেষ হলো প্রথম ধাপ। আগামীকাল সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় ধাপ, যা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর আট দিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যা পরিচালনা করবেন সাদ অনুসারীরা। আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের আয়োজন। এভাবেই বিশ্ব ইজতেমার ঐতিহাসিক পরিবেশ, মুসলিম উম্মাহর একত্রিত হওয়া এবং আখেরি মোনাজাতের মাহাত্ম্য প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়।
No comments found


News Card Generator