close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

‘আমি নিজেই নেতৃত্বে থাকতে চাইনি’ — বুমরাহর খোলাসা

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে নানা সময়েই আলোচনা-সমালোচনার ঝড় উঠে। বিশেষ করে যশপ্রীত বুমরাহর জায়গায় শুভমান গিলকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ক্রিকেটপাড়ায় ছিল তুমুল আলোচনা..

তবে এবার নিজেই মুখ খুললেন বুমরাহ। প্রথমবারের মতো জানালেন, কেন তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ইংল্যান্ড সিরিজের আগে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরাহ বলেন, “এখানে কোনো বিতর্ক বা নাটকীয়তা নেই। আমাকে কেউ সরিয়ে দেয়নি। বরং আমি নিজেই নেতৃত্বের দায়িত্ব না নেওয়ার অনুরোধ করেছি বিসিসিআইকে।”

রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আইপিএলের সময়। তারও আগে, পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজে নিজের ওয়ার্কলোড নিয়ে বিসিসিআইকে আগাম সতর্ক করেছিলেন বুমরাহ।

“আমি আমার সার্জনের সঙ্গেও কথা বলি। তিনি বলেন, আমাকে ওয়ার্কলোড বুঝে চলতে হবে। এরপরই আমি সিদ্ধান্ত নেই—সব ম্যাচ খেলতে পারবো না। তাই দলের স্বার্থে নেতৃত্ব নেওয়া উচিত হবে না,” — বলেন বুমরাহ।

তিনি আরও যোগ করেন, “ধরে নিন, সিরিজে তিনটি ম্যাচে আমি অধিনায়ক, আর বাকি দু’টিতে অন্য কেউ। এতে দলের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। আমি সেটাই চাইনি। বরং আমি চেয়েছি, যে নেতৃত্ব দেবে, সে যেন পুরো সিরিজ জুড়ে দলের সঙ্গে থাকে।”

তবে বুমরাহ স্বীকার করেছেন, অধিনায়কত্ব তাঁরও স্বপ্ন ছিল।

“আমি নেতৃত্বের জন্য পরিশ্রম করেছি। এটা আমার কাছেও অনেক কিছু। তবে মাঝেমধ্যে বড় করে ভাবতে হয়। আমি ক্রিকেটকে অধিনায়কত্বের চেয়ে বেশি ভালোবাসি। চোটপ্রবণ শরীর নিয়ে ঝুঁকি নিলে হয়তো হঠাৎই টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে—আমি সেটা চাই না,” — বলেন এই পেসার।

শেষে তিনি বলেন, “নেতৃত্ব মানেই শুধু অধিনায়ক হওয়া নয়। মাঠে আমি আমার ভূমিকাটা পালন করব, দলকে সাহায্য করব যেভাবে সম্ভব। দলের স্বার্থে দীর্ঘমেয়াদি পরিকল্পনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

Комментариев нет