ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি: নিষিদ্ধ ছাত্র সংগঠনের যেকোনো কার্যক্রমে কঠোর ব্যবস্থা
ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ শুক্রবার অমর একুশে বইমেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির নেওয়া নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান
ডিএমপি কমিশনার বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতোমধ্যে গ্রেফতার করেছি। তারা যদি কোনো প্রোগ্রাম করার চেষ্টা করে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তবে বর্তমানে আমাদের দৃষ্টিতে কোনো বড় ধরনের নিরাপত্তা হুমকি নেই।’
ট্রাফিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ
তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের ট্রাফিক অবস্থা খুবই নাজুক। সাধারণ মানুষ প্রচণ্ড কষ্ট করছে। এই শহরের যানজট পরিস্থিতি আমিও দেখি এবং আমিও ভুক্তভোগী। যখন দেখি মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে, তখন খুব খারাপ লাগে। অনেক সময় ২০ জন লোক ছোট একটা দাবি নিয়ে রাস্তা আটকে দেয়, এতে পুরো শহর অচল হয়ে যায়। আমি সবাইকে অনুরোধ করব, ছোটখাট দাবির জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ফুটপাতে অবস্থান করুন।’
শিক্ষার্থীদের আন্দোলন ও পুলিশের ভূমিকা
তিনি বলেন, ‘রাজনৈতিক পরিবর্তনের পর আমরা আমাদের পেশাগত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছি। আমি ও আমাদের আইজিপি জনগণের কাছে ক্ষমা চেয়েছি। আমরা বলেছি, আমরা কাউকে মারতে চাই না এবং আমরাও মার খেতে চাই না। আমি ব্রিটিশ পুলিশের কমিশনার নই, আমি রাস্তায় আমার লোকদের লাঠিপেটা করতে চাই না। সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যখন সমস্যা হচ্ছিল, তখন আমি আমার সহকর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছি যেন কোনো লাঠিচার্জ করা না হয়।’
শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশি অ্যাকশন
তবে সাংবাদিকরা যখন জানতে চান, শাহবাগে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ওপর কেন লাঠিচার্জ করা হয়েছে, তখন ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সেখানে লাঠিচার্জ করিনি, শুধুমাত্র জলকামান ব্যবহার করা হয়েছে।’
বইমেলায় কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই
বইমেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকরা প্রশ্ন করেন, কোনো ‘মব’ তৈরি হতে পারে কি না। জবাবে ডিএমপি কমিশনার আশ্বস্ত করে বলেন, ‘না, এমন কিছুই হবে না। আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং দর্শনার্থীরা নিরাপদ পরিবেশে বইমেলা উপভোগ করতে পারবেন।’
ডিএমপি কমিশনারের স্পষ্ট বার্তা, নিষিদ্ধ সংগঠনকে কোনোভাবেই কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না এবং যানজট ও জনদুর্ভোগ কমাতে পুলিশের অবস্থান কঠোর থাকবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের পাশে থাকবে এবং অহেতুক বলপ্রয়োগ পরিহার করবে।
कोई टिप्पणी नहीं मिली