close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Abdus Sattar avatar   
Abdus Sattar
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্তে আমাদের অনেক কৃষি জমি আছে। আমাদের সীমান্তে সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে। ভীতির কোনও কারণ নাই। কৃষকরা ভালোভাবে ধান ..

 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ঢেলপীর এলাকায় চলতি মৌসুমে বোরো ধানের ফসল নির্নয়ে বোরো ব্রি ধান-৮৮ জাতের নমুনা শস্য কর্তন ও কৃষকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন আমাদের দেশে ৪০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। যখন আমাদের দেশে  সাড়ে ৭ কোটি মানুষ ছিল সেই সময়ে কৃষিজমির সংখ্যা বেশি ছিল। কিন্তু এখন লোকসংখ্যা ১৮ কোটি, কৃষিজমি কমে যাচ্ছে। উন্নত জাত এবং কৃষক ও বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের কারণে উৎপাদন ভালো। ভূমি ব্যবহার নীতিমালা, কৃষি জমি সুরক্ষা আইন নতুনভাবে করার চিন্তা-ভাবনা আছে, কিছু দিনের মধ্যেই করা হবে। এরপর কৃষকদের সাথে এক মতবিনিময় সভায় কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, ‘কৃষকদের উঠান বৈঠকের জন্য প্রচুর টাকা দেওয়া হয়। উঠান বৈঠকের পয়সা পকেটে ঢুকাইয়েন না। পকেটে ঢুকাইলে আপনারা থাকতে পারবেন না। উঠান বৈঠকের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন।’ আর লিচু পাকার সময় স্প্রে না করার জন্য আহবান জানান।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) তরিকুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী,দিনাজপুর পুলিশ মারুফাত হুসাইনসহ রংপুর বিভাগের ৮ জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Walang nakitang komento


News Card Generator