close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে, ধর্ম উপদেষ্টা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেছেন, আলেমদেরকেই আগামীতে জাতির নেতৃত্ব নিতে হবে। ঘৃণা ভুলে একতাবদ্ধ না হলে ইসলামি কল্যাণ রাষ্ট্র গঠন অসম্ভব হবে।..

আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে — এমন সাহসী বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, “হিংসা, বিদ্বেষ ও ঘৃণার দেয়াল ভেঙে আলেমদেরকে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। ইসলামি কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করছে এ ঐক্যের ওপর।”

বুধবার (২ জুলাই) দুপুরে কক্সবাজারে জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.) ক্যাম্পাসে অনুষ্ঠিত "আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি বিষয়ক কর্মশালায়" প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও জানান, কক্সবাজারে বর্তমানে ৭১টি মন্দিরে মন্দিরভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি মসজিদভিত্তিক গণশিক্ষাও চলছে। তিনি আলেমদের প্রতি আহ্বান জানান— নিজেদের মধ্যে বিভেদ না তৈরি করে এক কাতারে থেকে দেশের জন্য অবদান রাখার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক ইসলামি স্কলার ও বিশেষ অতিথিরা।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, “আলেমদের কেবল কোরআন-হাদিস নয়, যুগের বাস্তবতা বুঝে পৃথিবীকে জানতে হবে। শুধু আরবি নয়, ইংরেজি ও বাংলা ভাষাতেও দক্ষতা অর্জন করতে হবে।”

তিনি মানব সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, "শুধু নীতিবাক্যে পরিবর্তন আসে না, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে, দুর্যোগে ছুটে যেতে হবে। উম্মাহর জন্য হাজারো উপকারী কাজ করতে হবে, তাহলেই বদলে যাবে সমাজ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

  • আন্তর্জাতিক ইসলামি স্কলার ও মদিনা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. যায়েদ বিন মুহাম্মদ

  • সৌদি প্রশিক্ষক ড. বরিক বিন মুহাম্মদ

  • ড. সাউদ বিন আবদুল আজিজ

  • ড. মনছুর বিন আবদুল আজিজ

প্রতিষ্ঠানটির পরিচালক সালাহুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালাটি আয়োজিত হয়।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শায়খুল হাদিস আবদুল গফুর নদিম এবং শেষ বক্তব্য দেন চট্টগ্রামের জামিয়াতুন নুর আল আলামিয়ার পরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামযা।

এই কর্মশালাটি সৌদি দূতাবাসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যেখানে এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের আরবি ভাষা ও ইসলামি সংস্কৃতির ওপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

সকালে উপদেষ্টা কক্সবাজার সার্কিট হাউজে সরকারি যাকাত ফান্ড থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
এরপর তিনি শহরের কৃষ্ণানন্দধাম মন্দিরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের’ ষষ্ঠ পর্যায়ের কেন্দ্র পরিদর্শন করেন।

এই কর্মশালা ও বক্তব্যে মূল বার্তা ছিল একটাই —
আলেমরা যদি ঐক্যবদ্ধ হন, বিদ্বেষ ও বিভেদ দূর করে জনকল্যাণে এগিয়ে আসেন, তাহলে বাংলাদেশে ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠা ও কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

No comments found


News Card Generator