close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আল নাসেরেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইউরোপ পাড়ি দিয়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেন পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে..

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো সৌদি ছেড়ে আবার ইউরোপে আসবেন তিনি। আল নাসেরের সাথে আর কোনো চুক্তি নবায়ন করবেন না। তবে সকল জল্পনা কল্পনা শেষে আল নাসেরের সাথেই চুক্তি নবায়ন করলেন এই তারকা। 

ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আল নাসরের সঙ্গেই নতুন চুক্তি করতে যাচ্ছেন রোনালদো। ক্লাবটির সঙ্গে ২ বছরের নতুন চুক্তি করতে পারেন ৪০ বছর বয়সি এই তারকা।

এদিকে চলতি মাসেই আল নাসেরের সাথে চুক্তি শেষ হবে রোনালদোর। এর আগে সৌদি প্রো লিগে নিজের শেষ ম্যাচে ক্লাব ছাড়ার গুঞ্জন দেন তিনি। এরপর নানা ক্লাব থেকে প্রস্তাবও পেয়েছেন বলে জানিয়েছিলেন রোনালদো। তবে সেসব ক্লাবে যেতে রাজি হননি রোনালদো। ফলে আপাতত আল নাসরেই থাকছেন তিনি, তা অনেকটাই নিশ্চিত।

এদিকে আল নাসরের সঙ্গে নতুন চুক্তির পাশাপাশি সৌদি আরবে নিজস্ব ক্রীড়া বিনিয়োগ চালুর ব্যাপারেও ভাবছেন রোনালদো।

Geen reacties gevonden