close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আখাউড়ায় অস্বাভাবিক বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতি।

Ali Afzal Khan avatar   
Ali Afzal Khan
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়ায় প্রত্যেকদিন ঘটে চলেছে এ অপরাধগুলো।

স্টাফ রিপোর্টার :

দেশের সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার প্রায় প্রতিটি গ্রামে বেড়ে চলেছে মাদক ব্যবসায়ী ও মাদকের অবাধ ব্যবহার।

অভিযোগ রয়েছে সীমান্তবর্তী প্রায় প্রতিটি গ্রামে মাদকের স্পট রয়েছ । ভারত থেকে আসা এসব জীবন ধ্বংসকারী মাদক দেশে ঢুকে ভবিষ্যত্‌ প্রজন্ম ধ্বংস করে দিচ্ছে। এতে দেখার কেউ নেই। 

অভিযোগ রয়েছে , স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দূর্বৃত্তরা এ আকামের সাথে জড়িত ।

তাই স্থানীয় জনসাধারণের অভিমত , আখাউড়ার সীমান্তবর্তী গ্রাম গুলো থেকে মাদকের গড ফাদারগুলোকে পাকড়াও করলে কিছুটা হলেও সর্বনাশা মাদক নির্মূল হবে বলে মন্তব্য করেন ।

এ ছাড়াও এলাকায় ব্যাপক হারে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে চলেছে , এ গুলোও নির্মূল করা দরকার ।

জানতে চাইলে, আখাউড়া থানার ওসি জাবেদ -উল-ইসলাম বলেন , আমি আখাউড়া থানায় নতুন এসেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ingen kommentarer fundet


News Card Generator