আফজল খান শিমুলঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির নয়াদিল গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে আশরাফুলকে সৌদি নিয়ে অমানসিক নির্যাতন করে বাক প্রতিবন্ধী বানিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়ন এর বেহাইর গ্রামের কতিপয় দালাল চক্র ।
তারা হলো-- ১. রমজান (৩০) পিতা: ফরিদ মিয়া ২. রাজিব মিয়া (৩৫) পিতা: অজ্ঞাত
৩. আকলিমা (৩০) পতি- আল-আমিন ৪. জিয়াসমিন (২৮) পতি-রাজিব মিয়া ৫. আয়েশা বেগম (২২) পতি-সুজন মিয়া
সাথে এ অসহায় পরিবারের প্রায় ১২ লাখ টাকার ক্ষতিগ্রস্ত করেছে। আর এ অর্থ ফেরত পাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতারক দালালদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করেছেন ।
তিনি উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন , তার জমি বিক্রি করে দুই বারে ৫ লাখ করে ১০ লাখ ও পরে আরও ১ থেকে ১.৫ লাখ টাকা দিয়েছেন।
এখন তিনি সম্পূর্ণ নিরুপায় । অনাহার ও অর্ধাহারে কাটাচ্ছেন প্রতিদিন । সাথে তার বাক -প্রতিবন্ধি ছেলের চিকিৎসা করাতে পারছেন না।
তিনি প্রশাসনের নিকট সঠিক বিচার চেয়েছেন ।



















