আজ পহেলা বৈশাখ। বঙ্গাব্দ ১৪৩২ শুরু। বাঙালির উৎসবে মেতে ওঠার দিন। আনন্দ, সম্প্রীতির খুশবু ছড়ানোর দিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মাধ্যমে শুরু হয় বৈশাখবন্দনা। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Nenhum comentário encontrado