২৯ এপ্রিল এলে স্বজন হারানোর কথা স্মরণ করে এখনো শিউরে ওঠেন চট্টগ্রামের আনোয়ারা উপকূলীয় এলাকার অনেকেই। ওই ঘূর্ণিঝড়ে আনোয়ারায় ১০ হাজার মানুষ মারা যায়। তাদের মধ্যে আনোয়ারার রায়পুর, জুঁইদন্ডী, বারখাইন গ্রামে মারা যায় সবচেয়ে বেশি মানুষ। বিলীন হয়ে যায় হাজারো বাড়িঘর ও ফসলি  খেত। সেই স্মৃতি এখনো ভোলেননি নিহতদের স্বজনেরা।
জনপ্রিয় সংবাদপত্র
            
            ×
        
        
     'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			