নারী সংস্কার কমিশন ও নারী নীতিমালা কুরআন-হাদীসের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক, তার আগে সংস্কার জরুরী। সংস্কার এবং নির্বাচন দুটোই সম্পন্ন করতে হবে।
শুক্রবার (৯ মে) বিকেলে বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শাখার সভাপতি আ.ন.ম মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলটির নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ।
মিয়ানমারকে মানবিক করিডোরের প্রস্তাব রাখাইন ও পার্বত্য অঞ্চলকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর পায়তারা বলে মন্তব্য করে চরমোনাই পীর বলেন, ১৩ লক্ষ রোহিঙ্গা মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফিলিস্তিনে জঘন্যতম বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ কাগজে বিবৃতি ছাড়া ইসরায়েলকে বিরত রাখার জন্য কার্যকরি পদক্ষেপ নেয়নি। মুদি সরকার ভারতে মুসলমান ও মসজিদের উপর চরম নির্যাতন ধ্বংসলীলা চালাচ্ছে। এরপরও বিশ্ব সম্প্রদায় নিরব ভূমিকায় থাকায় আমরা প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, নারী সংস্কার কমিশনসহ কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। জুলাই-আগস্ট বিপ্লবে এবং শাপলা চত্বরে গণ-হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করাসহ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
বগুড়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে বক্তব্য রাখেন দলটির নেতা মাওলানা আব্দুল মতিন, সহকারী অধ্যাপক মুফতি ইমদাদুল হক, মাওলানা শাহজালাল, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল লতিফ, মুহাম্মাদ শাহিন আলম, মুহাম্মাদ সোহরাব হোসেন, মাওলানা আবুল কালাম আজাদ, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু, মাওলানা আলতাব আলী, মাওলানা সুলতান মাহমুদ, আলহাজ্ব আব্দুর রউফ রাজু, মুহাম্মাদ ফরহাদ হোসেন মন্টু, মুহাম্মাদ নাঈম হাসান।



















