close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আগামী দিনগুলো জটিল ও চ্যালেঞ্জিং হতে পারে: ইসরাইলি প্রেসিডেন্ট..

আব্দুল্লাহ আল মামুন avatar   
আব্দুল্লাহ আল মামুন
ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালানো হামলাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ।..

পাশাপাশি আগামী দিনগুলো ‘সংবেদনশীল, জটিল এবং চ্যালেঞ্জিং’ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।  খবর বিবিসির। 

ইরানে মার্কিন হামলার পর বিবৃতি দেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ।  সেখানে তিনি বলেন, ট্রাম্পের কথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে ‘গভীর এবং সাহসী জোট’ প্রদর্শন করে।

তবে সতর্ক করে তিনি আরও বলেন, ‘ক্যাম্পেইন শেষ হয়নি।  আগামী দিনগুলো সংবেদনশীল, জটিল এবং চ্যালেঞ্জিং হতে পারে। ’

এছাড়া ইসরাইলি কর্মকর্তাদের জীবন রক্ষাকারী নির্দেশাবলী অনুসরণ করারও আহ্বান জানান হেরজেগ। ৎ 

গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। 

তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

নিন্দা জানিয়ে এ হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় শক্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিশেষ করে নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator