close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আফগানিস্তানে পাকিস্তানের হামলা নিয়ে চরম উত্তেজনা: ভারতের তীব্র নিন্দা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের সাম্প্রতিক বিমানহামলা ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘‘নিজেদের ব্য
আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের সাম্প্রতিক বিমানহামলা ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘‘নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিবেশীকে দোষারোপ করা পাকিস্তানের পুরনো অভ্যাস।’’ ভারত সরাসরি পাকিস্তানের এই হামলার নিন্দা করে বলে, এটি পুরোপুরি মানবাধিকারের লঙ্ঘন। পাকিস্তানের দাবি বনাম তালেবানের পাল্টা অভিযোগ ২৫ ডিসেম্বর ভোরে পাকিস্তানের বিমানবাহিনী খাইবার-পাখতুনখোয়া প্রদেশের সন্নিকটে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালায়। পাকিস্তানের দাবি, এই হামলা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর বিদ্রোহী আস্তানাগুলোকে লক্ষ্য করে করা হয়েছে। তবে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান পাল্টা অভিযোগ এনে বলে, এই হামলায় বারমাল জেলার লামানসহ সাতটি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এতে অন্তত ৪৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। তালেবানের হুঁশিয়ারি ও পাকিস্তানের বিপাকে ভারত তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরাসনি সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘এই হামলার জন্য পাকিস্তানকে মূল্য দিতে হবে।’’ তালেবানের দাবি অনুযায়ী, নিহতদের বেশিরভাগই খাইবার-পাখতুনখোয়া থেকে আসা পাশতুন শরণার্থী। তাদের ওপর হামলা চালানো ‘‘অমানবিক’’ এবং ‘‘নিন্দনীয়’’ বলে মন্তব্য করেছেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তালেবানের অভিযোগের সাথে একমত প্রকাশ করে এই হামলার নিন্দা জানিয়েছে। নয়াদিল্লির দাবি, ‘‘পাকিস্তানের এই হামলা নারী ও শিশুসহ সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে।’’ সীমান্ত সংঘাতের নতুন মাত্রা পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বরাবর একটি পাহাড়ি এলাকায় এই বিধ্বংসী বিমানহামলার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, একাধিক ইনফ্রারেড ফুটেজে বিমান হামলার ভয়াবহ চিত্র ধরা পড়েছে। ২০২৩ সালে মার্চের পর এটি টিটিপি ঘাঁটিতে দ্বিতীয় বিমান হামলা। টিটিপি: এক দশকের সংঘাতের কেন্দ্রে ২০২২ সালের নভেম্বরে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর টিটিপি পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। তাদের দাবি, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা অভিযান শুরু করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ২০১৪ সালে পেশোয়ারের স্কুলে টিটিপি-র নৃশংস হামলার স্মৃতি এখনো দগদগে। এরপরেও একাধিক সামরিক অভিযান সত্ত্বেও এই গোষ্ঠীকে সম্পূর্ণরূপে দমন করতে পারেনি পাকিস্তান। চলমান উত্তেজনা পাকিস্তানের সাম্প্রতিক হামলা এবং এর ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় আন্তর্জাতিক মহলেও সমালোচিত হয়েছে। ভারতের কড়া অবস্থান ও তালেবানের হুঁশিয়ারি পাকিস্তানকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। আফগানিস্তানের স্থিতিশীলতা ও পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট নিয়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতির এই তীব্রতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভবিষ্যতে ভারত-পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্ককে কোথায় নিয়ে যাবে, সেটিই এখন দেখার বিষয়।
কোন মন্তব্য পাওয়া যায়নি