কিস্তান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে—ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে গঠিত আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ঘোষণা দিয়েছেন, এমন কোনো পদক্ষেপ ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান ও নীতির পরিপন্থী হবে।
ইসহাক দার বলেন, “আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে শক্ত অবস্থান ধরে রেখেছি। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্বসীমান্ত অনুযায়ী সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আমরা অটল।”
তিনি এই বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, যেখানে তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক চাপের প্রসঙ্গও পরোক্ষভাবে তুলে ধরেন।
সম্প্রতি মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মন্তব্য করেন, “ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে গঠিত আব্রাহাম চুক্তিতে কিছু নতুন দেশ শিগগিরই যোগ দিতে পারে।”
এই মন্তব্য তিনি করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির–এর সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের পর।
এরপর থেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়—পাকিস্তান কি তাহলে চুক্তিতে যোগ দিচ্ছে?
কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে সে গুঞ্জনে আপাতত একরকম ইতি টানা হয়েছে।
দার আরও বলেন, “আমাদের সাত দশকের পুরনো নীতি অপরিবর্তিত রয়েছে। ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান মেনে না নিলে আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত নই। আব্রাহাম চুক্তিতে যোগ দিলে, সেটা আমাদের আদর্শ ও অবস্থান বিসর্জনের সামিল হবে।”
এই অবস্থান শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়—পাকিস্তানের প্রতিরক্ষা মহলেও একই মনোভাব।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “আমরা আমাদের জাতীয় স্বার্থকে সবচেয়ে বড় করে দেখি। আব্রাহাম চুক্তি নিয়ে যদি কোনো চাপ আসে, তাহলে আমরা তখন আমাদের স্বার্থকে প্রাধান্য দেব।”
সামা টিভির “নাদিম মালিক লাইভ” অনুষ্ঠানে তিনি বলেন, “এ বিষয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে। তবে এখনই কিছু চূড়ান্ত নয়। চাপ এলে তখন দেখা যাবে।”
পাকিস্তান জানিয়ে দিয়েছে, তাদের অবস্থান ফিলিস্তিনের পক্ষে এবং তা থেকে তারা একচুলও সরবে না। মার্কিন তৎপরতা ও গুঞ্জনের মাঝেও দেশটি স্পষ্ট করে বলেছে, তারা আব্রাহাম চুক্তিতে যাবে না।
এটি কেবল রাজনৈতিক বার্তা নয়, মুসলিম বিশ্বের পক্ষেও একটি শক্ত বার্তা—ফিলিস্তিন ইস্যুতে কেউ নীতিগত অবস্থান থেকে সরলে, পাকিস্তান সরে না।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			